বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি স্কুলের সময় ফাঁকি দিয়ে জালজালিয়াতি কাগজপত্র সৃষ্টি করে অন্যের সম্পত্তি জবর দখলের পায়তারার বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নকিপুর মাজাট গ্রামের মোঃ আব্দুল্লাহ আল মামুন বিভিন্ন দপ্তরে এ অভিযোগ করেন। অভিযোগ সুত্র যানাযায় এসএ রেকর্ডীয় প্রজার ওয়ারেশ লিস্ট থেকে ভিন্ন ভিন্ন তারিখে ক্রয় করে শেখ সাইদুল ইসলাম ওরফে শেখ শহিদুল ইসলাম প্রাপ্ত হন।
তাহার প্রাপ্ত অংশ থেকে তপশীল সম্পত্তি গত ইং-২৬/১১/২০১৩ তারিখ ৫৩২৪নং রেজিঃ কোবলা দলিল মূলে রিডা প্রাইভেট হাসপাতাল এর পরিচালক ক্রয় সূত্রে মালিকানা ও দখল প্রাপ্ত হন এবং প্রতিষ্ঠানের নামে নাম পত্তন করত: খাজনাদি পরিশোধ করেন। সেখান থেকে আমি নিম্ন তপশীল বর্ণিত সম্পত্তি গত ইং- ১৯/১২/২০২২ তারিখে ৬৮৮৪নং রেজি কোবলা দলিল মূলে প্রাপ্ত হইয়ে জে,এল ২২ নং কাঁচড়াহাটীনন্দী গ্রাম মৌজার এস.এ ১০১ নং খতিয়ানে এস.এ ৩২২, ৩২৫, ৩৫৮ নং দাগে ০.১৮৫০ একর জমি নিজ নাম ৪২৬৫ (১ঢ-১)/২২-২৩ নং নাম পত্তন খতিয়ান করত: অদ্যবধি পর্যন্ত খাজনা পরিশোধ করিয়া নিরঙ্কুশ ভাবে ভোগ দখলে থাকা কালে সেখানে মাটি ভরাট করে, পাকা প্রচীর নির্মাণ করে, গাছ-গাছালি লাগিয়ে সৌন্দর্য্য বৃদ্ধি করা সহ যাতায়াত পথ তৈরী করে রিডা প্রাইভেট হাসপাতালের ভবন নির্মানের কাজ চলমান আছে।
অভিযোগে আরো জানায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি আমার সম্পত্তি দখলের পায়তারা করিতেছে। সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি স্কুলে নিয়মিত উপস্থিত না হয়ে সামছুর মাঝির সফরসঙ্গী হিসাবে চলাফেরা করে। সামছুর মাঝির ভাইদের কাছ থেকে জাল দলিল সৃষ্টির মাধ্যমে জমি ক্রয় করিয়া আমার নির্মাণকৃত ঘরে জোর পূর্বক অবস্থান করিতেছে। সে শিক্ষকতার পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের মাধ্যমে আমাকে ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করিতেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাতে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝি কর্তৃক আমার রেজিস্ট্রী কোবালাকৃত সম্পত্তি দখল করিতে না পারে এবং বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত থাকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানায়। এ বিষয়ে সহকারী শিক্ষক নূর মোহাম্মাদ মাঝির মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।