শহর প্রতিনিধি : সদর উপজেলার ৯ নং ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকা ও পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেছেন জামায়াত নেতৃবৃন্দ। শনিবার (৫ অক্টোবর)সকালে সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শাল্যে, মাছখোলা, দামারপোতা ছাগলাগেট সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আমীর মাওলানা শাহাদাত হোসেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, সহকারি সেক্রেটারী মাওলানা আব্দুর সবুর, প্রফেসর শহিদুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি আনিছুর রহমান ,ব্রক্ষ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা জাকির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, শাহিদুর রশিদ, মোস্তাফিজ রহমান, রোকনুজ্জামানসহ জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসি। এসময় পানি নিষ্কাশন ব্যবস্থা করতে প্রাথমিক ভাবে জামায়াতে পক্ষ থেকে ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নে জন্য ২০ হাজার টাকা প্রদান করেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার আমীর মাওলানা শাহাদাত হোসেন।