শনিবার , ৫ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ৩৩ বিজিবি’র পৃথক অভিযানে আটক-০৫

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৫, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি’র পৃথক অভিযানে ৫ জন কে আটক করেছে।

৩৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, সিএসসি, জি জানান, সাতক্ষীরার কলারোয়ার হিজলদী সীমান্তে এবং পদ্মশাখরা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে পারাপারের সময় এক নারী সহ ৫জন কে আটক করে বিজিবি সদস্যরা।

০৪ অক্টোবর শুক্রবার আনুমানিক রাত ০৪.২০ মিনিটের দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ হিজলদী বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৬ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর মাঠ নামক স্থান হতে ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে আগমনকালে বাংলাদেশী নাগরিক শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের (বর্তমানে আক্কেল মাহমুদ মুন্সি কান্দি)মৃত সামছুল মোল্লা কন্যা মৌসুমী (৩৪) এবং ফরিদপুর জেলার আলফাডাংগা থানার রুদ্রবানা গ্রামের মৃত আয়নাল উদ্দিন শেখ’র ছেলে মোঃ মামুন (৩৩) কে আটক করা হয়।

গত ০১ আগস্ট তারা যশোর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। আটককৃত বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে সাতক্ষীরা কলারোয়া থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, সাতক্ষীরার পদ্মশাখরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ০২ জন মানব পাচারকারীসহ ০১ জন বাংলাদেশী নাগরিক (ধুর)কে আটক করেছে বিজিবি।

০৪ অক্টোবর শুক্রবার রাত ০৩ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)’র একটি বিশেষ আভিযানিক দল ০২ জন মানব পাচারকারীসহ ০১ জন ধুর কে আটক করে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, পদ্মশাখরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২/১-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বশান নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির নায়েব সুবেদার আমির হোসেন ও এসআইপি সদস্য হাবিলদার মোঃ আনোয়ার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ টি মোটর সাইকেলসহ ৩ জন কে আটক করা হয়।

এসময় সাতক্ষীরা সদর থানার পদ্মশাখরা গ্রামের শামসুদ্দিন গাজির ছেলে দালাল মোঃ জসিম উদ্দিন (৩৮), লক্ষীদাড়ী গ্রামের আসাদুল সরদারের ছেলে দালাল মোঃ বিলাল হোসেন (২৩) এবং একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ধুর মোঃ শামছুজ্জামান (৩৯)কে আটক করা হয়। অভিযানকালে হিরোহোন্ডা-১০০সিসি ও হায়ার কজি-১০০সিসি দুটি মোটর সাইকেল আটক করা হয়। আটককৃত মোটরসাইকেল ০২টির আনুমানিক মূল্য-৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা অবৈধভাবে ভারতে গমনের বিষয়টি স্বীকার করেন। আটককৃতরা মাদক চোরাচালানের সাথে জড়িত বলে জানা গেছে। আটককৃত ব্যক্তিরা বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

জেলা পরিষদ চেয়ারম্যান কে উদীচী শিল্পীগোষ্ঠীর শুভেচ্ছা

মেধা, যোগ্যতা ও দক্ষতায় পুলিশে নিয়োগ দেওয়া হবে- এসপি কাজী মনিরুজ্জামান

হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন : আ.লীগের বিদ্রোহী প্রার্থী ফরিদ উদ্দীনকে বহিষ্কার

তিন দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’’র সমাপনী ও পুরস্কার বিতরণী

রংধনু কমিউনিটি সেন্টারে বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে আ’লীগের আলোচনা সভা

দীর্ঘ খরতার পর সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি

মণিরামপুরে আবারো বসতবাড়িতে আগুন!

সাতক্ষীরা পৌরসভার সেই বিতর্কিত সিইও নাজিম উদ্দিনকে ভোলায় বদলী

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে এমপি রবির পক্ষ থেকে কোরআন খতম