সুরাইয়া আফরোজ সুমি, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) বেলা ১২.৩০ টায় নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আহম্মদ উল্লাহ বাচ্চু, নির্বাহী সদস্য এসএম গোলাম ফারুক, নির্বাহী সদস্য সেলিম শাহরিয়ার, নির্বাহী সদস্য শেখ নাজমুল ইসলাম, সিনিয়র সদস্য শেখ লুৎফর রহমান, সাংবাদিক ফরিদুল কবীর, মোঃ মহসিন হোসেন, আব্দুল করিম, কাজী রাফাদ, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, রেডিও নলতার মোছাঃ রাশিদা পারভীন, প্রতিমা মন্ডল, ইমরান হোসেন, সাতক্ষীরার সকাল পত্রিকার কালিগঞ্জ প্রতিনিধি ফজলুল হক প্রমুখ।
মত বিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল সকল কলম সৈনিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমি কালিগঞ্জ উপজেলায় যোগদান করেছি মানে আমি আপনাদের কালিগঞ্জের বাসিন্দা হয়ে গেছি এজন্য সুন্দর সমৃদ্ধ শান্তি প্রিয় শান্ত কালিগঞ্জ উপজেলাকে সামনের দিকে এগিয়ে নিতে বস্তু নিষ্ঠু সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিক সহ উপজেলা বাসির সকলের সহযোগিতা কামনা করছি। তিনি সকল সাংবাদিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নমূলক কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।