মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাবেক এমপি জগলুল হায়দার ও পুলিশ সুপার সহ ৯ জনের বিরুদ্ধে গুম, হত্যা চেষ্টায় চাঁদাবাজি মামলা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৮, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ

কালিগঞ্জ প্রতিনিধি : শ্যামনগর ও কালিগঞ্জ আংশিক সাতক্ষীরা (৪) আসনের আওয়ামী লীগ দলীয় দুই বারের সাবেক সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ও তার ছোট ভাই শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাতক্ষীরা জেলা দায়রা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু এবং যশোর জেলার পুলিশ সুপার মোঃ আনিসুল হক সহ ৯ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেছে মোঃ হাসান মিয়া নামে এক মেশিনারীজ ব্যবসায়ী।

ওই মামলার অন্যান্য আসামীরা হলেন বাঘারপাড়া থানার আইসি খাজুরা পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ মাসুদুর রহমান, যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই আবুল খায়ের মোল্লা, এস আই মোঃ শরিফুল ইসলাম, পুলিশ সদস্য কং নং-৭৫৪ মোঃ মসফিকুজ্জামান,কং নং -৯৭৯ মোঃ জহুরুল ইসলাম, এবং কং নং-১১১৩ মোঃ শফিকুল ইসলাম। গত সোমবার (৭ অক্টোবর ২০২৪) দুপুরে যশোর জেলা চিফ জুডিশিয়ার বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতের মামলা দায়ের করেছেন।

উক্ত মামলার বিবরণ সূত্রে এবং মামলার বাদী মেশিনারীজ ব্যবসায়ী শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত আনছার মিয়ার ছেলে মোঃ হাসান মিয়া (৪৬) সাংবাদিকদের জানান ক্ষমতার জোরে প্রভাব বিস্তার করে ইউপি নির্বাচনে হেরে যাওয়া এবং শ্যামনগর সদরে ঐতিহ্যবাহী নকিপুর হাট বাজার কমিটির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিশোধ নিতে প্রতিপক্ষ প্রার্থী ব্যবসায়ী, জাতীয় পার্টির এক নেতাকে গুম করে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে হত্যা চেষ্টা, সাড়ে ১৩ লক্ষ টাকা চাদা আদায়ের ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরের সাবেক সংসদ সদস্য এস, এম জগলুল হায়দার তার ভাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের সাবেক পি,পি অ্যাডভোকেট জহরুল হায়দার ওরফে বাবু, যশোর জেলার সাবেক পুলিশ সুপার আনিসুল হক সহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে।

রংপুর জেলার মিঠাপুকুর থানার কাফরীখাল গ্রামের মৃত আনসার মিয়ার পুত্র ব্যবসায়ী ও জাতীয় পার্টি নেতা বর্তমানে শ্যামনগর থানার চন্ডিপুর গ্রামে বসবাসকারী হাসান মিয়া বাদী হয়ে গত ৭ অক্টোবর ২০২৪ যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নং সি আর ৪০০৮/২৪। বিজ্ঞ আদালতের বিচারক গোলাম কিবরিয়া মামলাটি ৩২৩/৩৪৩/৩৬৪/৩৮৫/৩৮৬/৩৮৭/৫০৬(২)/৩৪ দন্ডবিধিতে যশোর কোতোয়ালি মডেল থানাকে এফ আই আর হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞ আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা যায রংপুর থেকে শ্যামনগর এসে প্রায় তিন যুগ ধরে বসবাস এবং একটি মেশিনারীজ প্রতিষ্ঠান ব্যবসায়ী দোকান গড়ে তোলে। সেই সুবাদে তিনি শ্যামনগর হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাবেক এমপি জগলুল হায়দারের ছোট ভাই জহরুল হায়দার (বাবুর) বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ঐ নির্বাচনে দু,জনেই হেরে যান।

হাসান মিয়া দাঁড়ানোর কারণেই জহুরুল হায়দার বাবু হেরে যাওয়ায় ষড়যন্ত্র করতে থাকে। পরবর্তীতে ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে এস,এম জগলুল হায়দার সংসদ সদস্য নির্বাচিত হয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার ভাই জহুরুল হায়দার বাবুর নেতৃত্বে হাসান মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে গুঁড়িয়ে দেওয়া সহ লক্ষ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ১ কোটি টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পেয়ে হাসান মিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা গায়েবি মামলা দিতে থাকে। কোন উপায়ান্তর না পেয়ে জীবন বাঁচাতে হাসান মিয়ার একমাত্র মেয়ে পরিবারসহ খুলনা জিরো পয়েন্টে বাসা ভাড়া নিয়ে রাতের আধারে আত্মগোপনে চলে যায়।

ঐ সময় যশোর জেলার সাবেক পুলিশ সুপার আনিসুল হকের সঙ্গে তৎকালীন সংসদ সদস্য জগলুল হায়দারের দহরম মহরম সম্পর্ক থাকায় ব্যবসায়ী হাসান মিয়াকে গুম করে ক্রসফায়ারে দেওয়ার পরিকল্পনা করে। সেই মোতাবেক গত ১৬ এপ্রিল ২০১৬ ইং তারিখে রাত্র সাড়ে ৭ টার সময় তৎকালীন পুলিশ সুপার আনিসুল হকের নির্দেশে তার পোষ্য পুত্র বাঘারপাড়া থানার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ,এস,আই মাসুদুর রহমানের নেতৃত্বে যশোর জেলা গোয়েন্দা পুলিশের এস, আই আবুল খায়ের মোল্লা, এস, আই শরিফুল ইসলাম, কনস্টেবল মুশফিকুজ্জামান, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, একটি মাইক্রো যোগে হাসান মিয়াকে ডুমুরিয়া বাজারের চৌরঙ্গী মোড় হতে আটক করে চোখ বেঁধে মাইক্রোতে তুলে নেয়।

এরপর যশোর ডিবি কার্যালয় নিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে আটক করে রেখে শারীরিক বিপন্ন প্রকার নির্যাতন দেওয়া হয়। তখন সে তার ছোট ভাই রেজাউল ইসলাম এবং আনিসুর রহমানের সঙ্গে যোগাযোগ করে ১৭ এপ্রি ২০১৬ ইং তারিখে রাত ৮ টার সময় সাড়ে ১৩ লক্ষ টাকা পুলিশ সুপারের পোষ্যপুত্র এ এস আই মাসুদুর রহমানের নিকট এনে দেয়। এরপর তাকে ছেড়ে না দিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার দেখিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় ঐ দিনেই ৭৬ নং মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করে। পরবর্তীতে ওই মামলায় মিথ্যা প্রতিবেদন আদালতে জমা দেয়।

এইভাবে মিথ্যা মামলা গুম, খুন, চাঁদাবাজি করে তার পুরা পরিবারকে ধ্বংস করে দিয়েছে। গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী পর থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তীতে দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত