শেখ মনিরুল ইসলাম : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরা শহরের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম।
গত ০৭ অক্টোবর সোমবার রাতে তিনি পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি পূজা মন্দির, সুলতানপুর বড় বাজার সার্বজনীন পূজা মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বিপিএম মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং কোন কোন এলাকার মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মুঠোফোনে কল দিয়ে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শনকালে পূজা মন্দিরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন, আনসার সদস্য সহ সকল পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে ভাই ভাই আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। শারদীয় দুর্গা উৎসবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে বাংলাদেশ পুলিশ বাহিনী কঠোরহস্তে দমন করবে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে উৎসবকালে যে কোন সময়ে সাতক্ষীরা জেলা পুলিশ জনগণের পাশে থাকবে।