সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি মোঃ আতিকুজ্জামান সাহেদ এর কাছে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মহোদয়ের আকুল আবেদন, দেশের জনগণের কাছে পুলিশের দূরত্ব এবং গুরুত্বের ঘাটতির কারণটা ব্যাখ্যা করা স্বাধীনতা যেমন সকল জনতার দরকার। তেমনি আমাদেরও স্বাধীনতার আছে অন্যতম অধিকার ৫ আগস্ট ২০২৪ দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে তবে সকল মানুষের মানসিকতা চেঞ্জ হয় নাই।
যখন ছাত্র-জনতা পুলিশের অনুপস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিল তখন সাধারণ জনতা তাদেরকে যেভাবে সাহায্য করছে, এখন আমাদের পুলিশের বেলায় কেন নয়। জনগণ যদি আমাদের বন্ধু না ভাবতে পারে, আমরা তাদের পাশে কিভাবে দাঁড়াবো। জনগণের সকল দাবি তো আমাদের কাছে, তবে আমাদের ঘাটতি গুলার পরিপূর্ণতার দাবি জানাবো কার কাছে। আমাদের অপূর্ণতাকে পূর্ণতায় রূপান্তরিত করার ক্ষেত্রে ছাত্র জনতা কে কি পাব কাছে..!
দেশের মানুষ আমাদের কাছে তাদের সব ধরনের পরিস্থিতি নিরাপত্তা চাই তবে যেটা আমাদের অধীনে নাই সেটাও আমরা করার চেষ্টা করে যায় তারপরেও অনেক ঘাটতি থাকে যেগুলা পূরণ করতে হলে, আগে আমাদের সকল ঘাটতিকে পূরণ করতে হবে। পুলিশ প্রশাসনে পর্যাপ্ত জনবল, পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা তাদের কাজের স্বাধীনতা ইত্যাদি যদি নিশ্চিত করা যায় তবে ইনশাআল্লাহ পুলিশ ও জনগণের অধিকারের পরিপূর্ণতা দিতে সক্ষম হবে। আসল কথা আমরাও মানুষ আমরা তো কোন মেশিন নই সে ক্ষেত্রে আমাদের কর্ম ঘন্টার খুবই প্রয়োজন একটা মানুষের ক্ষেত্রে যতক্ষণ কাজ করা সম্ভব আমরা করতে রাজি আছি তবে একটা মানুষের যতটা বিশ্রামের প্রয়োজন সেটা নিশ্চিত করতে হবে। সরকার এবং জনতাকে ইনশাআল্লাহ সবাই একসাথে মিলেমিশে কাজ করতে পারলে সুন্দর একটি দেশ গড়া সম্ভব।