এ. মাজেদ : সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার আহ্বায়ক কমিটি ৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ব্রহ্মরাজপুর দূর্গা পূজা মন্দির পরিদর্শন করেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করার লক্ষ্যে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন আহ্বায়ক কমিটির সদস্যরা।
সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক ও ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার আহ্বায়ক কমিটির আহবায়ক আইনুল ইসলাম নান্টা বলেন “দূর্গা পূজা চলাকালীন সময়ে মন্দির এবং আশপাশের এলাকায় কোন প্রকার দূর্বিত্তায়নের দ্বারা সংহিতার আশংকা মনে হলে সাথেসাথে বাজার আহ্বায়ক কমিটিকে জানানোর আহ্বান করেন”।
মন্দির পরিদর্শনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজার আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও বাজার আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মো. খোরশেদ আলম, ইউপি সদস্য এম এ হাকিম (সাংবাদিক), সুবির সাহা, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, মুকুল হোসেন প্রমুখ।