বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামে দুর্বৃত্তরা অজ্ঞান করে ডাক্তার শেখ শামসুর রহমানের ভবনের প্রথম ও দ্বিতলের জানলার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বাড়ির সকলকে অজ্ঞান করে অজ্ঞান পার্টির সদস্যরা প্রায় ২০ ভরি স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ১০ অক্টোবর রাতে মহৎপুর গ্রামে। মহৎপুর জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন ডাক্তার শামসুর রহমান ।
প্রতিদিনের মতো গতকাল ফজরের আজান না দেওয়ায় তার ভাইপো নাসির উদ্দিন মসজিদে চাচাকে দেখতে না পেয়ে মসজিদের পাশেই চাচা শামসুর রহমানের বাড়িতে গিয়ে ডাকাডাকি করতে থাকে এক পর্যায়ে বাড়ির ক্লাসিবল গেট খোলা দেখে বাড়ির মধ্যে প্রবেশ করে দেখে ডাক্তার শামসুর রহমান সহ তার চাচি, চাচাতো ভাই, এবং ভাবীরা সকলেই অজ্ঞান অবস্থায় পড়ে আছে।
তাৎক্ষণিকভাবে চিকিৎসক ডেকে নিয়ে তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও স্যালাইন দেওয়ার পর বেলা ১১ .৩০ এর দিকে জ্ঞান ফিরে আসে। ঘটনার সংবাদ পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার বাড়িতে দেখতে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞান হওয়া ডাক্তার শেখ শামসুর রহমান (৭০) তার স্ত্রী (৬৫) দুই ছেলে ও ২ বৌমা পুতনি বাড়িতেই চিকিৎসাধীন অবস্থায় আছে। রাস্তার পাশে বাড়িতে অজ্ঞান করে সর্বস্ব লুট করে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় সকলের মাঝে আতঙ্ক বিরাজ করছে।