কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু প্রশান্ত কুমার সরকার (৭৭) পরলোক গমন করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি শুক্রবার(১১অক্টোবর) সকাল আনুঃ সাড়ে ১০ টায় ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ভারতে উত্তর চব্বিশ পরগনার সোনাপুর এলাকায় মেয়ে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্রায় একমাস আগে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে তার মেয়ের বাসায় থাকতেন। চিকিৎসাধীন অবস্থায় তিনিপরলোক গমন করেন। প্রশান্ত কুমার সরকার ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুকালে ৫ মেয়ে ২ স্ত্রী নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।