আবুল হাসান (পারুলিয়া) প্রতিনিধি : দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দক্ষিণ পারুলিয়ার পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ। ১১ অক্টোবর শুক্রবার বিকালে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা জামায়াতের দায়িত্বশীল আলহাজ্ব মাহবুব আলম সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পূজামন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহমেদ কে অভিনন্দন জানান।