বিশেষ প্রতিনিধি : ১২ই আগস্ট সকাল ১১ টার সময় ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি তৌহিদুল হক তৌহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক হাফেজ জি এম আব্বাস উদ্দিন, উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংগঠনিক সম্পাদক জি এম আব্দুর রহিম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম রঞ্জু, দপ্তর সম্পাদক উত্তম কুমার, ক্রীড়া বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক এমদাদুল হক মিলন, নির্বাহী সদস্য আবিদ হোসেন, তপন কুমার বিশ্বাস, অফিস সহকারী সালমা খাতুন রাখি। সভায় ক্লাবের উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে আলোচনা হয়।