কালিগঞ্জ প্রতিনিধি : কালগঞ্জে রবিবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র সহ-সভাপতি এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সহ-সভাপতি প্রভাষক সেলিম শাহরিয়ার ও ইশরাত আলী, যুগ্ম সম্পাদক শেখ আসিফ হোসেন মারুফ ও প্রভাষক মহিবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, ক্রীড়া সম্পাদক আব্দুল কাদের, প্রচার সম্পাদক মুন্সি আরাফাত আলী, হাবিবুল্লাহ বাহার, ফজলুল হক, ইমরান আলী, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, জিএম সাগর হোসেন, শেখ আল নুর আহাম্মেদ ঈমন, শেখ আল মামুন ও মোঃ আমিরুল ইসলাম প্রমুখ। পরে মোটর সাইকেল যোগে দুই বাংলার সীমান্ত নদী ইসামতির তীরে মনোরম পরিবেশে দুর্গোৎসব এর বিজয়ার সর্বশেষ আমেজ অবলোকন করেন সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য যে, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সকলের একাধিক পত্রিকা ও অনলাইন পোর্টালের সাথে থেকে দায়িত্ব পালন করে আসছেন। সেই সাথে নিজ নিজ অবস্থান থেকে সমাজ তথা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সাথে সাথে সত্যের সন্ধানে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সব সময় প্রস্তুত কালিগঞ্জ উপজেলা শাখার জাতীয় সাংবাদিক সংস্থা নেতৃবৃন্দ।