কালিগঞ্জ প্রতিনিধি : সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মোস্তফা মোহাম্মদ আলী (৫৫) শনিবার (১২ অক্টোবর) আনুমানিক বেলা-১২ টার সময় ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত নম্র, ভদ্র, সদালাপী, পরোপকারী, ধর্মপরায়ণ ও ক্লিন ইমেজের নেতা। অসংখ্য নেতা গড়ার কারিগর হিসেবে তিনি সমগ্র উপজেলায় পরিচিত ছিলেন। কালিগঞ্জ থানা মসজিদে দীর্ঘদিন খেদমত করেন তিনি।
এছাড়া বাজার গ্রাম রহিমপুর জামিয়া ইমদাদিয়া কামেল মাদ্রাসা প্রতিষ্ঠায় তার অবদান ছিলো। তিনি সর্বদা মানুষের সাথে হাস্যোজ্জ্বল মুখে আলাপচারিতা করতেন। এই গুনি মানুষটির অকাল মৃত্যুতে সমগ্র উপজেলা তথা বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।