মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

পাটকেলঘাটায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৫, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ

শেখ মনিরুজ্জামান : বাংলাদেশ ইসলামী আন্দোলন গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে তালার পাটকেলঘাটার ঐতিহাসিক বলফিল্ড ময়দানে। ১৫ই অক্টোবর, মঙ্গলবার বেলা ২ টায়। গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমীর (শায়খে চরমোনাই) মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওঃ মোঃ সোয়াইব হোসেন, বিশেষ অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন মাওঃ একে রেজাউল করিম, মোঃ সরোয়ার আলম, প্রভাষক কাজী ওয়াজেদ কুরনী, মাওঃ মাহমুদুল হাসান, মোছাদ্দিছ মোস্তফা শামছুজ্জামান, মুফতি আবু জাফর ওসমানী, গাজী মোঃ আছাদুল্লাহ, মোঃ খায়রুল ইসলাম, মুফতি মোঃ মনিরুল হক, মাঃ মোশাররফ হোসেন, মাওঃ আছাদুল হক, মোঃ রবিউল ইসলাম, মোঃ আব্দূল আলিম, মাওঃ আব্দুর রহমান, শেখ ছাব্বির হোসেন তৌফিক, মাওঃ মুস্তাফিজুর রহমান, মাওঃ ইয়াছিন আলম খান প্রমুখ।

গণ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী আন্দোলন পাটকেলঘাটা থানা শাখা মোঃ মহিবুল্লাহ খান রেজা। গণসমাবেশে প্রধান অতিথি মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম বলেন, চোরের মাধ্যমে চুরি বন্ধ করা যায় না, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতার নীতির পরিবর্তন চাই। ইসলামী আন্দোলন এমন একটি সংগঠন সকল স্তরের মানুষের অংশগ্রহণ আছে। কওমিয়া স্কুলের মাদ্রাসা, ঋষি, কুমার, মজদুর, শ্রমিক, তাঁতী জেলে সবই শ্রেণির গণমানুষের অংশগ্রহণ এখানে আছে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, শেখ হাসিনার পিওন ৪০০ কোটি টাকার মালিক হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ড্রাইভার শত শত কোটি টাকার মালিক হয়েছে। বিগত ১৫ বছর ধরে তারা ক্ষমতায় ছিল। তাদের নেতা কর্মীরা দেশটাকে লুটে পুটে খেয়েছে। ভারতের পানি প্রবেশ বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহন করতে হবে। ছাত্র জনতার গণ বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার করতে হবে। দুনীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে। এই দুর্নীতি বাজদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না, হবে না।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত