মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৫, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ

ফজলুল হক, কালীগঞ্জ প্রতিনিধি : মহানবী হযরত মুহাম্মদ (সা:)এর কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিশাল প্রতিবাদ সমাবে অনুষ্ঠিত হয়েছে। সর্বকালের শ্রেষ্ঠ মানব, বিশ্ব মুসলিম জাহানের মহামানব আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর শানে ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ রানে এর কটুক্তির প্রতিবাদে সোমবার (১৪ অক্টোবর ২০২৪) সকাল ১০টায় উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠে উপজেলা শাখার ইত্তেহাদুল ওলামা মাশায়েখ পরিষদের সার্বিক আয়োজনে, বাজার গ্রাম রহিমপুর ঐতিহ্যবাহী জামিয়া ইমদাদিয়া তালিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইমাম পীরে কামেল হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আমিনুর রহমান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আবু হাসান, মাওলানা হেলাল বিন শামসুর, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা তারিকুল ইসলাম, হাফেজ এমদাদ হোসেন, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, হাফেজ আতিয়ার রহমান, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা আইনুল ইসলাম, হাফেজ গোলাম মোস্তফা, হাফেজ হাবিবুল্লাহ বাহার, মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, মাওলানা খাইরুল বাশার, মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, মাওলানা আতাউল্লাহ, হাফেজ জামিনুর রহমান, হাফেজ আকরাম হোসেন, হাফেজ আবু হাসান মেজবাহ, মাওলানা আজিজ, মাওলানা আনসার উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা আব্দুল আলিম, মাওলানা আবুল খায়ের, আব্দুল গফুর, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা আল আমিন, জামাতের পক্ষ থেকে ছাত্রশিবিরের সভাপতি ও প্রত্যায় গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণের বিরুদ্ধে মামলায় গ্রেফতার হলেও তার ফাঁসি দাবি করেন। অন্যথায় আমরা ভারতীয় পণ্য বয়কট, লং মার্চ করাসহ ভারতীয় হাই কমিশনার অফিস ঘেরাও করার কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় উপস্থিতি বক্তারা ইসলাম অবমাননা কারীদের শাস্তি দাবী করেন।

বক্তারা আরো বলেন অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাঃ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন আমরা বাংলাদেশকে স্বাধীন করে আপনাদের হাতে সংস্কারের দায়িত্ব দিয়েছি আপনি সহ আপনার উপদেষ্টা পরিষদ নিয়ে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এর প্রতিবাদ জানান। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো আমরা সর্বস্তরের মুসলিম জাতি। উক্ত প্রতিবাদ সমাবেশের আগ মুহূর্তে উপজেলার বিভিন্ন সড়ক মহাসড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়।

এর আগে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে উত্তর কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে হাজার হাজার ধর্ম প্রিয় ইসলামের আদর্শে অনুপ্রাণিত মুসলমানরা সমাবেশ স্থলে উপস্থিত হন। এ সময় তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিশ্বনবীর অপমান, সইবে নারে মুসলমান, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রামগিরির ফাঁসি চাই, পূরোহিতির দুই গালে, জুতা মারো তালে তালে, ইত্যাদি স্লোগান দিতে দিতে প্রতিবাদ মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন। সমাবেশ স্থলে এসে দোয়া ও মাহফিলের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা আলহাজ্ব অজিহুর রহমান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আশাশুনি মটরসাইকেল চালক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

দেবহাটা হাফেজ কল্যাণ পরিষদের আলোচনা সভা

এতিম ও প্রতিবন্ধীদের সম্মানে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে বিজিবি এর পক্ষ থেকে পুনর্বাসন

সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের মৃত্যুবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া

দেবহাটায় বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো ১০৯ ক্যারেট আম জব্দ করে বিনষ্ট

বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় শান্তির সমাজ গড়তে বিএনপি দৃঢ়প্রতিজ্ঞ : মনা

নব নির্বাচিত এমপি আশু’কে প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স এ্যাসোসিয়েশন শুভেচ্ছা

সাতক্ষীরা কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন