মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৫, ২০২৪ ১২:৩৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপরিচালক মাশরুবা ফেরদৌস, বাংলাদেশ সেনাবাহিনী ৩৭-বীর মেজর ইসতিয়াক ইবনে হাসান, ৩৩ বিজিবি ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মাহমুদুল হাসান।

জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় বক্তারা সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।

সভায় কমিটির সহ সভাপতি নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম তার বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহম্মাদ, দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত