বুধবার , ১৬ অক্টোবর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জরায়ুমুখে ক্যানসার রোধে সাতক্ষীরায় ৯৪ হাজার কিশোরীকে দেওয়া হবে এইচপিভি টিকা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৬, ২০২৪ ১১:০৮ অপরাহ্ণ

শাহ জাহান আলী মিটন : জরায়ুমুখে ক্যানসার রোধে সাতক্ষীরায় ৯৪ হাজার কিশোরীকে দেওয়া হবে এক ডোজ এইচপিভি টিকা। এইচপিভি টিকাদান ক্যাম্পেইনে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের দেওয়া হবে।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।

ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি ও পাথ এর সহযোগিতায় অনুষ্ঠিত এডভোকেসি সভায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বশির আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার দেবনাথ, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আরেফিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মেহেদী হাসান, পাথ বাংলাদেশের কর্মকর্তা ডাঃ মো. নুরুল ইসলাম, সুশীলন সংস্থার উপপরিচালক জি এম মনিরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুস সাকিব,মেডিকেল অফিসার ডাঃ মো. আবু হোসেন, সাতক্ষীরা পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকাত আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার পুলক চক্রবর্তী। এডভোকেসি সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা দেশে জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশে নারীদের ক্যানসারজনিত মৃত্যুর মধ্যে জরায়ুমুখ ক্যানসার দ্বিতীয় সর্বোচ্চ। এইচপিভি টিকা জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ করে। এ টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত, নিরাপদ ও কার্যকর। সরকার এই টিকা বিনামূল্যে দিচ্ছে।

টিকা পেতে নিবন্ধন করতে হবে তিনি আরও বলেন, ‘আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের ওপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। নারীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের ওপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। আগামী ২৪ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে। এক ডোজ এইচপিভি টিকা নিয়ে জরায়ুমুখ ক্যানসার রুখে দিতে হবে।

এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত পঞ্চম থেকে নবম শ্রেণির ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। তাদেরকে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে। তিনি আরো বলেন, ক্যানসার প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। এ কার্যক্রমকে বাস্তবায়িত করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের বৃত্তি’২৪ প্রকল্প উদ্বোধন

দেবহাটায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক সভা

ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

কুল্যায় আঁখি ভাটার বিরুদ্ধে রাজস্ব ফাঁকি দিয়ে বেতনা নদীর মাটি লোপাটের অভিযোগ

পাইকগাছা উপজেলা ও পৌর তাঁতীদলের কর্মী সভা

নব জীবনের ব্যবস্থাপনায় হত দরিদ্র মানুষের মাঝে ফুড পার্শ্বেল বিতরণ

আশাশুনির চাপড়ায় মোস্তাকিমের মতবিনিময় সভা

র‌্যাব সদস্য আজিবরকে হত্যার আসামী আফসারকে ২ দিনের রিমান্ড মঞ্জুর

তোমরাও পারবে আমার মত হতে, বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে-উপ সচিব আবুল হাসান

ঘোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন