আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৪ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষক প্রশিক্ষন কেন্দ্র হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিঃ পরিচালক বিভাস চন্দ্র সাহা।
উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বীনা গবেষণা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এস এম এনামুল ইসলাম, এইও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন, উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১০০ কৃষক ক্ষৃাণির অংশ গ্রহনে অনুষ্ঠানে ইঁদুরের কারণে সম্পদ নষ্টের হিসাব ও প্রতিকারের উপায় এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা ও উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপজেলার মধ্যে সর্বোচ্চ ইঁদুরের লেজ জমাদানকারী কৃষক আশাশুনি সদরের শাহিনুর ইসলাম ও উদ্বুদ্ধকারী উপ সহকারী কৃষি অফিসার আছাদুল ইসলামকে পুরস্কৃত করা হয়।