আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কমলাপুর গ্রামে মৎস্য ও মৎস্য পন্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রনে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য ও মৎস্য পন্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রন বিধিমালা ১৯৯৭ বিধি (৪/৫) এর আলোকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চিংড়িতে অপদ্রব্য মিশ্রনের দায়ে এক ব্যক্তির নিকট হতে ৪০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার।