অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষা কবচ, এই শ্লোগানকে সামনে রেখে, সুজন,সুশাসনের জন্য নাগরিক, দেবহাটা উপজেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকায় দেবহাটা মডেল মসজিদ কমপ্লেক্স হলরুমে মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব এর সভাপতিত্বে ডা: আমিরুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু। প্রধান আলোচক সুজন,সাতক্ষীরা জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন সুজন, সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক প্রফেসর হেদায়েতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ্যাড: এবিএম সেলিম, প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা, সুজন,পৌর কমিটির সহ-সভাপতি এ্যাড: মিজানুর রহমান বাপ্পী,সাংগঠনিক সম্পাদক ডা: মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট অধ্যাপক রাজু আহমেদ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। সভায় উপস্থিত সুজন, এর দেবহাটা উপজেলার পুরাতন ও নতুন সদস্যদের সমন্বয়ে আগামী ১৫ দিনের মধ্যে দেবহাটা উপজেলা শাখা কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।