লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ানে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে টিভির প্লাগের সংযোগ বিচ্ছিন্ন করতে যেয়ে এই হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও বিএনপি নেতা সাঈদ মোড়ল জানান শনিবার সকালে ইউনিয়নের গোয়ালডাংগা গ্রামের ভোলানাথ মিস্ত্রীর পুত্র লাল্টু মিস্ত্রী (৪০) সকালে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকলে পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়িতে শর্ট সার্কিটের ঘটনা ঘটলে সে নিজ বাড়িতে এসে বিদ্যুৎ লাইন চালু থাকা অবস্থায় মাল্টিপ্লাগ থেকে টিভি প্লাগ বিচ্ছিন্ন করার সময় শর্ট সার্কিটে পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
বাড়ির লোকজনেরা তাকে তাৎক্ষণিক চিকিৎসার চেষ্টা করলেও সার্ভিস তারে পুরো শরীর বিদ্যুৎতায়িত হওয়ায় স্থানীয় চিকিৎসক মনোহর চন্দ্র মন্ডল মৃত ঘোষণা করেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে আসে।