অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটার ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। ১৯ অক্টোবর শনিবার সকাল ১০ টায় পারুলিয়া কম্পিউটার চাইল হোম এন্ড স্কুল হলরুমে ফেয়ার মিশনের সভাপতি হাবিবুল বাশার এর সভাপতিত্বে ফিরোজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্যে রাখেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক অধ্যাপক আবু তালেব মোল্ল্যা। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রকিব, ইউপি সদস্য গোলাম ফারুক, জামায়াত নেতা জিয়ারুল ইসলাম জিয়া প্রমুখ। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফেয়ার মিশনের পরিচালক আলহাজ্ব কাদের মহিউদ্দিন। উক্ত অনুষ্ঠানে ফেয়ার মিশনের ৩৬ টি শাখা ইউনিটের ২০০ জন ডেলিগেট উপস্থিত ছিলেন।
ফেয়ার মিশনের আগামী দিনের কর্ম পরিকল্পনা, নতুন উপদেষ্টা বরন, বিগত শাখা ইউনিটের কমিটি সংযোজন বিয়োজন এবং বাৎসরিক আয় ব্যয়ের হিসাব সাধারণ সভায় উত্থাপন করা হয়। উক্ত সাধারণ সভায় ফেয়ার মিশনের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির মেয়াদ দুই বছর অনুমোদন করা হয়। ফেয়ার মিশনের নবগঠিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি মো: হাবিবুল বাশার, সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি প্রভাষক সিরাজুল ইসলাম, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আবু রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্রীড়া সম্পাদক মনজুরুল এলাহি বাবু, সাহিত্য সম্পাদক ডাক্তার আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক হাফেজ ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আবু জাহিদ, সদস্য মনিরুল ইসলাম ও নাসির হোসেন।
উক্ত অনুষ্ঠানে আগামী ২৬ শে ডিসেম্বর পুষ্পকাটি ইটের ভাটা ফুটবল মাঠ থেকে মাদকবিরোধী রেলি অনুষ্ঠিত হবে, যেখানে ৫০০র অধিক সাইকেলিস্ট অংশগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী বইমেলার সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ৬ এপ্রিল দেবহাটার কৃতি সন্তানদের সংবর্ধনা সিদ্ধান্ত গৃহীত হয় ও আগামী ১০, ১১ও ১২ এপ্রিল ফেয়ার মিশনের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সিদ্ধান্ত গৃহীত হয়।