কালিগঞ্জ প্রতিনিধি : ছাত্র, শিক্ষক, কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে উপজেলা কৃষি প্রশিক্ষণে জাতীয় ইঁদুর দমনে অভিযান ২০২৪ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল এর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার মানবিকা (শীলা) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি জেলা উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন উক্ত অনুষ্ঠানে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেনসহ উপজেলার ১২টি ইউনিয়নের সচেত সকল কৃষকরা। এ সময়ে ইঁদুর নিধনে ভুমিকা রাখায় কালিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ ৩জন কৃষককে জাতীয় ইঁদুর দমন অভিযানে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।