এ. মাজেদ : বেতনা পাড়ের জলাবদ্ধতা নিরসনে ২১ অক্টোবর সোমবার সরেজমিন পরিদর্শন করেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক কে সাথে নিয়ে তিনি ধুলিহর ইউনিয়নের যুগীপোতা এলাকা থেকে শুরু করে বেতনা পাড়ের জলাবদ্ধতা দেখতে আশাশুনির নওয়াপাড়া পর্যন্ত প্রত্যক্ষ করেন।
এসময় তিনি জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সাথে কথা বলেন এবং পানি নিষ্কাসনে জরুরি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। নদীর কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে বেতনা নদীর খনন কাজ দ্রুত শেষ করার পাশাপাশি মঙ্গলবার থেকে বেতনা নদীর মধ্যে যেসব স্থানে বাঁধ আছে সেগুলো কেটে পানি নিষ্কাসনের পথ সুগম করার জন্য ৫০ জন মাটি কাটা শ্রমিক নিয়ে কাজ শুরু করার ব্যবস্থা করেছেন। এসময় স্থানীয় ইউপি সদস্য তপন কুমার শীল, এম এ জলিলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।