দেবহাটা ব্যুরো : ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ এই প্রতিপাদ্য সামনে দেবহাটা উপজেলার কুলিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩অক্টোবর) সকাল ১১ঘটিকায় দেবহাটা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং রাইট টু গ্রো প্রোজেক্ট ওয়ার্ল্ড ভিশন এর সহযোগিতায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আ: সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছলেন অত্র প্রতিষ্ঠানের সুপার মাওলানা ওয়ালিদ হুসাইন। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রাম্য ডাক্তার শোকর আলী ও মনিরুজ্জামান মনি। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অ্যাডভোকেসি ও জেন্ডার অফিসার উজ্জ্বল কুমার পাল। এসময় বহেরা দারুল উলুম দালিখ মাদ্রাসার সহকারী শিক্ষক আ: সাত্তার, নজরুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসেলিটেটর এস,এম,সাইফুল ইসলাম, কমিউনিটি প্রোমোটার সোনিয়া রুপাসহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।