বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ঝড়ের সংকেত শুনলেই বাঁধ নিয়ে আতঙ্কে থাকে উপকূলের মানুষ

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২৩, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : প্রাকৃতিক দুর্যোগ সব সময় উপকূলের মানুষের নিত্যদিনের সঙ্গী। সম্প্রীতি ঘূর্ণিঝড় ‘ডানা’ পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন আন্দামান সাগর এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি ধীরে ধীরে আরো গুণবিত হয়ে নিম্নচাপা পরিণত হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, ২৩ অক্টোবর শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হবে এবং পরদিন ২৪ অক্টোবর সকালে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করবে। ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, ২৪ তারিখে উপকূলে হাওয়ার গতিবেগ থাকবে সম্ভাব্য ১০০ থেকে ১১০ কিলোমিটার। সেটা বেড়ে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ফলে সমুদ্র থাকবে উত্তাল। ঘূর্ণিঝড় ‘ডানা’ আঘাত আনার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে উপকূলের মানুষ।

প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। বিভিন্ন সময় বড় বড় ঝড়ে লন্ড ভন্ড করে দিয়ে গেছে উপকূলের মানুষের বেঁচে থাকার অবলম্বন। বেঁচে থাকার সম্পদ রক্ষায় সব সময় বাঁধ নিয়ে আন্দোলন করে গেছেন। তাদের সেই আন্দোলনকে তেমন কোন রূপ দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন করে ঝড়ের সংকেত শুনলেই বাঁধ নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান। ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি করে উপকূল রক্ষার বেড়িবাঁধ। বাঁধ ভাঙ্গনের পরে নিজেদের সর্বস্ব টিকিয়ে রাখতে।

বাঁধ নির্মাণে স্বেচ্ছায় নেমে যান উপকূল বাসি। একটা সময় বাঁধভাঙ্গা রোধ করতে পারলেও রক্ষা করতে পারে না বাঁধের বানে ভেসে যাওয়া বেঁচে থাকার স্বয়-সম্বল। নিঃস্ব হয়ে পড়ে সাধারণ মানুষ। নতুন করে আবারো স্বপ্ন দেখতে শুরু করে। প্রতিবার ঘূর্ণিঝড়ে নাজুক বেড়ি বাঁধ ভাঙ্গার কারণে কৃষি জমি, মৎস্য ঘের, ঘরবাড়ি, গবাদি পশু, হাঁস-মুরগি ক্ষতি হয়। সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় সুপেয় পানির। ২০০৯ সালে ২৫ মে প্রলয়নকারী ঘূর্ণিঝড় আইলা উপকূলীয় মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যায়।

এরপর থেকে প্রতি বছর কোন না কোন দুর্যোগের সম্মুখীন হতে হয়। পানি উন্নয়নের বোর্ডের তথ্য মতে শ্যামনগর উপকূলে ১৫১ কিলোমিটার বাঁধ আছে। এর মধ্যে ৯টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ রয়েছে। এই বাঁধ গুলো মাটি দিয়ে তৈরীর কারণে প্রবাল ঘূর্ণিঝড় ও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন। এছাড়া বাঁধ ভাঙ্গার পরে কোটি টাকার বেশি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে।

পশ্চিম দুর্গা বাটি গ্রামের মলিনা রানি রপ্তান (৫০) জানান, খোলপেটুয়া নদীর তীরে আমাগো বসবাস। আইলার পর থেকে প্রতিবছরেই পশ্চিম দুর্গাবাটির খোলপেটুয়া নদীর ভেড়ি বাঁধ ভাঙ্গে যায়। বাঁধ ভাঙ্গার পরে আমাগো সবকিছু জলে ভেসে যায়। প্রতিবছর এই দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতেই আবারো পড়তে হয় ভাঙ্গনে। জমি জায়গা হারিয়ে নিঃস্ব হয়ে বসে আছি। সরকারের কাছে বারবার আন্দোলন করেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে নিতে পারলাম না। নতুন করে ঝড়ের সংকেতে নিজেদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। তৈরি হয়ে বসে থাকি বাঁধ বাঁধার জন্য।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম জানান, উপকূলের মানুষের বেঁচে থাকার একমাত্র ভরসা হলো বেড়িবাঁধ। প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভাঙ্গার কারণে সব হারিয়ে নিঃস্ব হয়ে যায়। আইলা থেকে শুরু করে রিমাল পর্যন্ত উপকূলের মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেগুলো নিরোপন করা কঠিন। এ অঞ্চলের মানুষের দাবি টেকসই বেড়িবাদ নির্মাণের।

প্রসঙ্গগত ২০০৭ সালের ১৫ নভেম্বর সাতক্ষীরা উপকূলে আঘাত আনে সিডর, এর পর থেকে ২০১৩ সালের ১৬ই মে মহাসেন, ২০১৫ সালের ৩০ শে জুলাই কোমেন, ২০১৬ সালের ২১শে মে রোয়ানি, ২০১৭ সালের ৩০ শে মে মোরা, ২০১৯ সালের ৩মে ফনি, ২০১৯ সালের ৯ই নভেম্বর বুলবুল, ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালে ২৬ শে মে ইয়াস, ২০২২ সালের ১২ মে অশনি এবং ২০২৩ সালের ১৪মে মোখা আঘাত আনে। সর্বশেষ সাতক্ষীরার উপকূলে আঘাত আমি ঘূর্ণিঝড় রিমাল।

এটি ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ স্থলভাগ অতিক্রম করে। এ সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় খুলনা, আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত এখনো শুকায়নি। ঘূর্ণিঝড় ডানার প্রস্তুতি নিয়ে শ্যামনগর উপকূলের দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের এসডিও ইমরান হোসেন জানান, তাৎক্ষণিকভাবে ৩ হাজার জিও বস্তা,২ হাজার প্লাষ্টিক বস্তা, ১০ জিও রোল আছে। এগুলো দিয়ে ১ কিলোমিটার বাঁধ সংস্কার করা যাবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সংবাদ সম্মেলন

কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

ডিবি গার্লস হাইস্কুলে শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রকল্পের শিক্ষা উপকরণ বিতরণ

ত্রিশ বোতল ফেন্সিডিল সহ দেবহাটায় আটক-১

সাতক্ষীরায় “গণতন্ত্র ও গণতন্ত্র চর্চা বিষয়ক মতবিনিময় সভা”

কালিগঞ্জে ভূমিসেবায় এ্যাসিল্যান্ডের ব্যতিক্রমী উদ্যোগ

পাইকগাছায় বঙ্গবন্ধু ১০৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন

দয়া করে আপনারা আ.লীগ সরকারের উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরুন- এমপি রবি

তালায় উন্নয়ন প্রচেষ্টার শিখন বিনিময় কর্মশালা

আইডিইবি’র প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান