নিজস্ব প্রতিনিধি : দেশের জনপ্রিয় দৈনিক খবরের কাগজের পাঠক সংগঠন ‘বন্ধুজন’-এর সাতক্ষীরা জেলা কমিটির উপদেষ্টা ও স্থানীয় দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদের সাথে সৌজন্যে সাক্ষাত ও ফুলেল শুভেচছা বিনিময় করেছে সাতক্ষীরা বন্ধুজনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক পত্রদূত পত্রিকার কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় খবরের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির, বন্ধুজন সাতক্ষীরার সভাপতি অর্পণ বসু, সাধারণ সম্পাদক রাফাত ইয়াছির রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাঈমুর রহমান চৌধুরী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শারিয়ার আনজুম সিফাত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের তামিম, নাফিস হোসেন, মাসুম হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এসময় উপদেষ্টা সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ ন্যায় নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে কাজ করতে নবগঠিত কমিটির প্রতি আহ্বান জানান। একই সাথে যেকোন প্রয়োজনে সংগঠনটির পাশে থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।