শহর প্রতিনিধি : নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে সাতক্ষীরা ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর দিক নির্দেশনায় সাতক্ষীরা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের নেতৃত্বে গতকাল ২৫ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ন’টায় সুলতানপুর বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
এসময় মুরগী ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান পিতা, আব্দুল আজিজ, সাং- কাটিয়া, জনৈক সদরের পায়রাডাঙা গ্রামের তাইবুর রহমানের ছেলে সাইদ হোসেনের নিকট ছয় পিস মুরগী ১৯০/- টাকা কেজি দরে সতের কেজি পাঁচশত গ্রাম ওজনে বিক্রয় করেন। ক্রেতা সাইদ উক্ত মুরগীগুলোর ওজন সন্দেহ হলে পাশের দোকানে ওজন করে জানতে পারেন ওজনে তিন কেজি কম।
বিষয়টি ভোক্তা অধিকারের সহকারি পরিচালক নাজমুল হাসান জ্ঞাত হলে তিনি বড় বাজারে এসে ওজন কম দেওয়ার অপরাধে ওই মুরগী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং দোকানটি তালাবদ্ধ করে দেন। এছাড়া বাজারের সকল মাছ, মাংস, কাঁচামাল ব্যবসায়ীদের সকল প্রকারের নিত্য পণ্যের মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন সাতক্ষীরা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।