শেখ মনিরুজ্জামান : তালা সদর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোঃ আকবর হোসেন আহবায়ক, এশিয়ান টিভি প্রতিনিধি শামিম খান যুগ্ম আহবায়ক, সাতক্ষীরা ট্রিবিউনের প্রতিনিধি মোতাহিরুল হক শাহিন যুগ্ম আহবায়ক ও দৈনিক সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোঃ কামরুজ্জামান মিঠু কে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে তালা সদর ক্লাবের কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক লাখো কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ফিরোজ হোসেন, পত্রদূত পত্রিকার প্রতিনিধি শাহিন আলম, দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার প্রতিনিধি শেখ মনিরুজ্জামান, দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি কাজী লিয়াকত, দৈনিক মানবধিকার প্রতিদিন পত্রিকার প্রতিনিধি প্রভাষক নাজমুল হোসেন, ক্রাইম বার্তা পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রেন্ট, দৈনিক সবুজ নিশান পত্রিকার প্রতিনিধি বিএম বাবলুর রহমান, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রতিনিধি ইব্রাহিম মোল্লা, দৈনিক শ্যামবাজার পত্রিকার প্রতিনিধি জহুর হাসান সাগর প্রসঙ্গত, নবগঠিত আহবায়ক কমিটি পক্ষ থেকে সম্প্রতি তালা সদও প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বাররের অকাল মৃত্যুতে বিদ্রেহী রুহের মাগফিতার কামনা করেন তারা।