ধুলিহর প্রতিনিধি :সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির তৃতীয় বার্ষিকী নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন বাজার আহ্বায়ক কমিটি। ২৭ শে অক্টোবর রাত ৯ টার সময় ধুলিহর ব্রহ্মরাজপুর বাজারে নির্বাচন সম্পন্ন করতে আহ্বায়ক কমিটির এক জরুরী সভায় তফসিল ঘোষণা করা হয়।
২৯-৩১ অক্টোবর মনোনয়ন পত্র সরবরাহ। ১ লা নভেম্বর মনোনয়ন পত্র দাখিল। ২ ও ৩ নভেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাই। মনোনয়ন পত্র প্রত্যাহার ০৪ নভেম্বর প্রতীক বরাদ্দ ০৫ নভেম্বর ভোট গ্রহণ ১৬ নভেম্বর ২০২৪ সকাল ০৮ থেকে বিকাল ০৪ টা পর্যন্ত। স্থান-ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আহ্বায়ক কমিটির দেওয়া তথ্য অনুযায়ী মনোনয়নপত্র সরবরাহ ও দাখিল সহ সকল কার্যক্রম ব্রহ্মরাজপুর বাজারে অবস্থিত বি,ডি, এফ প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। এবং ভোট গ্রহণ ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনার জন্য আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোঃ আইনুল ইসলাম নান্টা সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, আহ্বায়ক কমিটির সদস্য আল.মাওলানা আব্দুস সবুর ,আল. মোঃ শাহাদাত হোসেন বাবু, মোঃ খুরশিদ আলম, মোঃ আব্দুল হাকিম, মোঃ জাকির হোসেন, মো: মোস্তাক আহমেদ, মোঃ আবু হাসান, শামীম সানা, সুবীর সাহা,আনারুল ইসলাম, নিখিল আঢ্য প্রমুখ। নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন মাওঃ আব্দুস সবুর। অন্যান্য নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন শামীম সানা, জাকির হোসেন আফিল,ও মোস্তাক আহমেদ ।