আমার বাংলাদেশ (এবি) পার্টির সাতক্ষীরা সদর ও কালিগঞ্জ থানা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা পিজ্জা পিলানে কার্যকরি পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় এবি পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ভিপি কাদের ও সদস্য সচিব আলমগীর হোসেন দুটি উপজেলার কমিটি ঘোষণা করেন।
সভায় সর্বসম্মতিক্রমে মো. জাকির হোসেনকে আহবায়ক ও কামরুজ্জামানকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট কালিগঞ্জ উপজেলা এবং ডা. জিএম সালাউদ্দিন শাকিলকে আহবায়ক ও ডা. মো. ওলিউল্লাহকে সদস্য সচিব করে ৩সদস্য বিশিষ্ট সাতক্ষীরা সদর উপজেলার আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জেলার আহবায়ক ভিপি কাদের বলেন, আবু সাঈদ, মুগ্ধসহ হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করে কল্যাণমূলক রাষ্ট্র্র গঠনের মাধ্যমে শহীদদের রক্তের বদলা নিতে চাই আমরা। সে ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রেসবিজ্ঞপ্তি