মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

এসিড সারভাইভরা সমাজের বোঝানয়, তারা এখন নিজ ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ২৯, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : এসিড সারভাইভরা সমাজের বোঝা নয়, তারা এখন স্বাবলম্বী হচ্ছে। এসব সারভাইভররা প্রতিনিয়ত জীবনযুদ্ধ জয়লাভ করে দৃষ্টান্ত স্থাপন করছে। এসব সারভাইভরা সমাজের মূল স্রোতের সাথে এক কাতাওে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তারা বর্তমানে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এখন এসব মানুষের জন্য দরকার সকল প্রকার সহযোগিতা। আমরা যারা সমাজের মূল স্রোতে বসবাস করি তাদের নৈতিক দায়িত্ব এসব সারভাইভর দের সহযোগিতাকরা।

যারা মানুষের শরীওে এসিড নিক্ষেপ কওে তারা পশু। তারা সুস্থ মস্তিস্কের মানুষ না এসিড দগ্ধ মানুষ আক্রান্ত হওয়ার পর থেকে সারাটা জীবন যে কতটা যন্ত্রণার মধ্য দিয়ে অতিবাহিত করে সে ছাড়া অন্য কেউ বলতে পারবে না। চরম নৈতিকতার অভাব হলেই একজন মানুষ আর একজন মানুষকে এসিড ছুড়ে মারে। আমরা চাইনা আর একটিও এসিড আক্রান্তের ঘটনা ঘটুক। এসিড আক্রান্তনারী-পুরুষ ও শিশু এখন ঘুঁরে দাড়িয়েছে।

সাতক্ষীরায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কেও বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা সম্প্রতি আগষ্ট মাসে কালিগঞ্জের জাহানারা খাতুনের উপর এসিড নিক্ষেপের ঘটনায় অভিযুক্ত আসামী আব্দুল হামিদ ও সাগর প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতার না করায় বাদীপক্ষ আশংকায় রয়েছেন এবং মামলার সুবিচার না পাওয়ার আশংকা প্রকাশ করেন।

২৯ অকোটবর ২০২৪ মঙ্গলবার সকাল ১০টায় সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক, সাতক্ষীরার (এসবিজিএন) উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশন এইড বাংলাদেশ’র সাতক্ষীরা এল্লারচর মৎস্য খামার মিলনায়তনে অনুষ্ঠিত এসবিজিএন’র বার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে দীপালোক একাডমী ও এক্টিভিস্তা ইয়ুথ গ্রুপ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে এবং এসিড সারভাইভররা মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্যাশান শো প্রদর্শন করে।

এসিড সারভাইভর নারী-পুরুষ ও শিশুরা অংশ গ্রহণ করেন। সাধারণ সভায় জানানো হয়, সাতক্ষীরা জেলায় বর্তমানে ১৬৪জন এসিড সারভাইভর আছেন। যাদের মধ্যে ১১৬নারী ও পুরুষ ৪৮ জন। এদেও মধ্যে শিশুরাও আছে।

সভায় প্রধান অতিথি নির্বাহি ম্যজিষ্ট্রেট প্রনয় কুমার বক্তব্যে বলেন, ‘এসিড সারভাইভররা যে কোনে সাহায্যেও জন্য জেলা প্রশাসকের সহায়তা নিতে পারবেন। কোনো সহায়তার আবেদন করলে আমি চেষ্টা করবো তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করতে’। তিনি শিক্ষার্থীদেও সার্বিক সহযোগিতার আশ^াস দেন। সভায় বিশেষ অতিথি একশন এইডের জেন্ডার ইক্যুইটি এন্ড ওমেন রাইটস ম্যানেজার মরিয়মনেসা বলেন, এক সময় এসিড আক্রান্ত ব্যক্তিরা সমাজের মূল স্রোতের মানুষের সাথে মিশতে পারতোনা।

সমাজে তাদের গ্রহণযোগ্যতা ছিলনা। তারা নিজেরদেরকে আড়াল কওে রাখতো। এখন সেই পরিস্থিতি নেই, তারা ঘুরে দাড়িয়েছে। নিজেরা বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ কওে সমাজে দৃষ্টান্ত স্থাপন করছেন। দেশ-বিদেশ থেকে তাদের সেসব উদ্যোগ দেখতে মানুষ আসছে। বর্তমানে এসডি আক্রান্ত শিশুরা লেখাপড়া কওে উচ্চশিক্ষিত হচ্ছে। স্বদেশ ও একশন এইড বাংলাদেশ ক্রমাগত ভাবে সহায়তার মাধ্যমে যে কর্মসূচি সাতক্ষীরা বাস্তবায়ন করছে। আশা করা যায় আগামীতে এই কর্মসূচির মাধ্যমে সুবিধা ভোগির সংখ্যা বাড়বে। একশন এইডের সিনিয়র প্রগ্রাম অফিসার নুরুন্নাহারের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন স্বদেশ’র নিবাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।

অন্যান্য অতিথি ছিলেন মৎস্য খামার কর্মকর্তা শফিকুল আসলাম, মহিলা অধিদপ্তরের রাজিয়া সুলতানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, অন্যান্য অতিথি বক্তা ছিলেন প্রথমআলো জেলা করসপন্ডেন্ট কল্যান ব্যানার্জী, ব্র্যাক এর জেলা প্রতিনিধি আশরাফ হোসেন, মহিলা পরিষদের জ্যোৎস্না দত্ত, সিডো সংস্থার নির্বাহি শ্যামল বিশ^াস, নাগরিক প্রতিনিধি আলী নুর খান বাবুল, উন্নয়ন সহযোগী মোঃ মারুফ হোসেন এজিএম, মৌসুম ইসলাম, মানব জমীনের জেলা প্রতিনিধি বিপ্লব হোসেন, গ্লোবাল টিভি প্রতিনিধি রাহাত রাজা, সমাজকর্মী সাকিবুর রহমান প্রমুখ। সভায় নেটওয়ার্কেও পক্ষ থেকে ধারনাপত্র পাঠ করেন সারভাইভর বিলসি নাহার।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরায় পদোন্নতি প্রাপ্ত ৩ জন পুলিশ কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান

রাজগঞ্জে শিক্ষক আবুল কাসেমের ইন্তেকাল

পরিবেশ সুরক্ষার আহবানে সাতক্ষীরা শহরজুড়ে সাইকেল র‌্যালি

যশোরে হাসিমুখের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আশাশুনি প্রেসক্লাবে নবাগত থানা অফিসার ইনচার্জের মতবিনিময়

বাঁশদহা আলহাজ্ব মোহাম্মাদ আলী দাখিল মাদ্রাসায় পুনরায় সভাপতি হলেন বিপুল

খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত

সম্মিলিত সাংবাদিক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সদর থানার নবাগত ওসি কে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের শুভেচ্ছা

কালিগঞ্জে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান