দেবহাটা ব্যুরো : দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা মহহুম হাফিজুর ইসলামের পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান শেষে তাদের পারিবারিক কবর স্থানে যথাযথ মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি মঙ্গলবার ভোর রাত ৪ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন)।
উপজেলার টাউন শ্রীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলামের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১ টার দিকে তাকে গার্ড অব অনার প্রদান শেষে কবরস্থানে দাফন করা হয়।
এসময় দেবহাটা উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, দেবহাটা থানায় দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর হামিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।