রিপনুজ্জামান (মথুরেশপুর) কালিগঞ্জ প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষ্য র্যালী ও আলোচনা সভা, যুবঋণের চেকবিতরণ, যতায়াত ভাতা, সনদপত্র ও যুব সংগঠন নিবন্ধন সনদ প্রদান করা হয়েছে। শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সম্মুখে শেষ হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আনারুল ইসলাম,সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বাবলা আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ রাকিব, সমন্বয়ক মোঃ আমীর হামজা, সমন্বয়ক আবু ইচ্ছা, সমন্বয়ক মোঃ মারুফ, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক আহম্মাদ্যুল্লাহ বাচ্চু, সাংবাদিক শেখ আল নুর আহমেদ ঈমন, বিভিন্ন সংগঠনের প্রধানগণ, সাংবাদিক তাপস ঘোষ, সাংবাদিক শিমুল হোসেন, বিভিন্ন সাংবাদিক বৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও সুধী জন। অনুষ্ঠানের শেষ পর্বে ১০জন যুবককে মোট ৮,০৮,০০০ টাকার চেক ও ১০ জন কে ৩৬০০০ টাকা যাতায়াত ভাতা এবং ৬০টি সনদ ও ২ টি প্রতিষ্ঠান কে নিবন্ধন সনদ প্রদান করা হয়।