আতিকুজ্জামান শাহেদ : পহেলা নভেম্বর ২০২৪ জাতীয় যুব দিবস উপলক্ষে সাতক্ষীরার প্রাণসায়ের খালের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসকমোস্তাক আহমেদ সহ অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তার সাথে উপস্থিত ছিলেন গ্রীণহার্ট কমিউনিটির প্রধান উপদেষ্টা ডাঃ আবুল কালাম বাবলা।
গ্রীণহার্ট কমিউনিটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা, দুর্নীতিকে রুখে দেওয়া এবং সামাজিক, গঠনমূলক এবং উন্নয়নমূলক কাজ করা। যেহেতু আমাদের কার্যক্রম এখন সাতক্ষীরা সদরের ভিতরে সীমাবদ্ধ রয়েছে এজন্য আমরা চাই সাতক্ষীরা শহরের সর্বস্তরে আমাদের পদচিহ্ন অঙ্কিত করতে। যত রকমের উন্নয়নমূলক ও সেবামূলক কাজ আছে আমরা গ্রীনহার্ট কমিউনিটি করে যেতে চাই। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে দেশ ও দশের সেবা করা।
আজকের ইভেন্টে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা ডাক্তার আলহাজ্ব আবুল কালাম (বাবলা), উপদেষ্টা মোঃ আব্দুস সামাদ, মোঃ তৈয়েব হাসান এবং তরুণ উপদেষ্টা মোঃ আতিকুজ্জামান সাহেদ, সভাপতিঃ মোঃ গোলাম রসুল (রাজ), সাধারণ সম্পাদক শেখ তাহসিন হাসান।