শেখ মনিরুল ইসলাম : ৩ নভেম্বর রোববার বেলা এগারোটায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পেটুকের আড্ডা রেস্তোরায় কেবি রকস (কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি) সাতক্ষীরা এর আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়।
কেবি রকস সাতক্ষীরার সভাপতি শ্যামল ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কার্যকরী সভাপতি শেখ সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় কথা বলেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মো.আলতাফ হোসেন, সামছুর রহমান, প্রশান্ত কুমার ঘোষ, গাজী সামছুর রহমান, আ: গফ্ফার মোড়ল, অমল মন্ডল, আব্দুর রশিদ। সভায় কেবি রকস সাতক্ষীরার সাংগঠনিক সফর কলারোয়া ও কালিগঞ্জ শাখায় ভ্রমন করে আগামী দিনে কেবি রকস এর বড় আকারের সাধারণ সভার ব্যবস্থা করা, বানিজ্যিক নিরিক্ষার আপত্তিতে আহার ভুর্তকী কর্তনের বিষয় এবং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে পিকনিক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সহকর্মীদের মৃত্যুজনিত কারনে জানাজায় এবং অসুস্থ জনিত কারনে পাশে থাকার কথা আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। পারিবারিক বিষয়ে খোজ খবর নেওয়া হয়। এছাড়া সম্প্রতি কলারোয়ার শেখ আব্দুর রশিদ, রুহুল আমিন এবং শ্যামনগরের আবু দাউদের পিতা-মাতাসহ বিগত দিনে আমাদের সহকর্মী যারা পৃথিবী থেকে পরপারে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সবাইকে আপ্যায়ন করান। পরবর্তী সভায় সামছুর রহমান নিউ মার্কেট এলাকাস্থ আব্বাস হোটেলে আলোচনা ও আপ্যায়নের ব্যবস্থা করবেন বলে জানানো হয়। সভাপতি শ্যামল ভট্টাচার্য সবার সুস্বাস্থ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।