জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুর উপজেলায় কয়েক দফায় বৃষ্টি ও নদ নদীর পানিতে ভবদহ পাড়ের জলাবদ্ধ অসহায় মানুষের মাঝে জরুরী ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের খাদ্য সহ গোখাদ্যার চরম সংকট দেখা দিয়েছে।
শনিবার সকালে মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর কারিগরি ও বিঞ্জান কলেজের শ্রেনী কক্ষে মানবসেবা মুলক সংগঠন মনোহরপুর কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে মনোহরপুর,কপলিয়া,কুমারঘাটা বয়ারখোলা,খাকুন্দী ওভবানীপুর, রজিপুর এলাকা থেকে অর্ধশত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
অসহায় ও পানিবন্দীদের মাঝে ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, আবু বক্কার সিদ্দিকি, প্রক্তন অধ্যাপক প্রনব কুমার সরকার, আব্দুর রহিম, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো হাফিজুর রহমান, আব্দুস সাত্তার সরদার, এস এম মফিজ উদ্দিন সরদার, আবু সাঈদ, ডা মো মোশাররফ হোসেন, বিজন বিশ্বাস, জি এম শাহীদুজ্জামান, জি এম জসিম উদ্দিন, দৈনিক গ্রামের কাগজের সাংবাদিকজি, এম ফিরোজ উদ্দিন, বিশ্বজি মল্লিক জয়দেব প্রমুখ।