আতাউর রহমান রানা, শহর প্রতিনিধি : সদর উপজেলার নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা গুলোর জন্য জাতীয় সমাজ কল্যাণ পরিষদ থেকে ২০২৩-২০২৪ অর্থ বছরের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:) মোঃ তরিকুল ইসলাম এই চেক হস্তান্তর করেন।
চেক বিতরণ কালে উপস্থিত ছিলেন ডা: ফারহাদ জামিল, প্রাইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: আব্দুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. টিপু সুলতান শেখ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সদর উপজেলা সমাজসেবা অফিসার (অ: দা:) মোঃ তরিকুল ইসলাম জানান, ২০২৩-২০২৪ অথ বছরের অনুকূলে বরাদ্দকৃত সংগঠনের মধ্যে অফিসার্স ক্লাব, সাতক্ষীরাকে ২৫হাজার টাকা, সাউদার্ন চ্যারিটেবল ফাউন্ডেশনে ২৫হাজার টাকা, ড্রীমল্যান্ড অর্গানাইজেশনে ১৬হাজার টাকা, প্রাইড ফাউন্ডেশনে ১৬হাজার টাকা, নবদিগন্ত সংস্থায় ১৬ হাজার টাকা এবং মৌসুমী ফাউন্ডেশনে ১৬ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। অনুদান প্রাপ্ত সংস্থা গুলোর প্রতিনিধিরা সমাজ কল্যাণ পরিষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সামাজিক যুবদের দক্ষতা উন্নয়নে এসব অর্থ কার্যকর ভাবে ব্যবহার করার প্রতিশ্রুতি দেন।