সোমবার , ৪ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরা ভোক্তা অধিকার অধিদপ্তরের ইটাগাছা আলুর কোল্ডষ্টোরে মনিটরিং

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ৪, ২০২৪ ১২:১৮ পূর্বাহ্ণ

শেখ মনিরুল ইসলাম : সাতক্ষীরা শহরের ইটাগাছায় অবস্থিত দুটি কোল্ড ষ্টোরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। রবিবার অভিযানে নেতৃত্বদেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। অভিযানে দেখা যায় সাতক্ষীরা শহরের ইটাগাছায় অবস্থিত ‘সংগ্রাম কোল্ডষ্টোরে’ মোট ১১৬৩ বস্তা আলু মজুদ আছে।

এছাড়া ইটাগাছার ‘নিউ সোনালী আইস এন্ড কোল্ড ষ্টোরে’ মোট ২২০২ বস্তা আলুর মজুদ পাওয়া যায়। বিশেষ টাস্কফোর্সের অভিযানে এসকল তথ্য উঠে আসে। এ বিষয়ে মোঃ নাজমুল হাসান উক্ত কোল্ডষ্টোরে দায়িত্বরত কর্মচারীকে এসব আলু আগামী ২ দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। এছাড়া দিনাজপুরের ‘জকি ইন্টারন্যাশনাল’ নামক ইমপোর্টার কে রশিদ ছাড়া ট্রাকে করে এলসি আলু সাতক্ষীরা শহরের কদমতলা বাজারের ‘মায়ের দোয়া বানিজ্যালয়কে’ পাঠানোর দায়ে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে সারাদেশের মতো সাতক্ষীরাতেও এই বিশেষ টাস্কফোর্স এবং বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান।

সর্বশেষ - সাতক্ষীরা সদর