আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরণ এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্থ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবাসমূহ প্রাপ্তিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন। সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, বন কর্মকর্তা রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এড সাকিবুর রহমান বাবলা, স্ট্যান্ডিং কমিটির সদস্য মনিরুজ্জামান টিটু, তানিয়া সুলতানা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে প্রবাহমান খাল ইজারা প্রদান না করা, স্ট্যান্ডিং কমিটি সচল করার উপর গুরুত্ব আরোপ করে এনজিওটির কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা রাখেন।