শেখ মনিরুল ইসলাম : শ্যামা কালীপূজা উপলক্ষে নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কাটিয়া সরকার পাড়া ধোপাপুকুর শ্রীশ্রী শ্যামা কালী পূজা উপলক্ষে চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শেষ দিনে ওপার বাংলার সামাজিক নাট্যপালা বাবু স্বদেশ হালদার রচিত নাট্য পালা ঝাড়ুদার অনুষ্ঠিত হয়।
উক্ত ঝাড়ুদার নাট্য অনুষ্ঠানে অভিনয় করেছেন গাজিরহাটের নায়ক কুমার বিশ্বজিৎ, রাকেশ, টুম্পা, পীযূষ মিত্র, ওহিদুজ্জামান (অদু), এম শরিফুল ইসলাম, বিবেক, কণ্ঠশিল্পী যুগল দাস, হীরা, মধু, মাস্টার বিশ্বজিৎ, তরিকুল ইসলাম, মাখন, শ্রেষ্ঠ ভিলেন শহিদুল ইসলাম, আমিনুর রহমান, লক্ষণ ঢালী, পবন কুমার, মেকআপ ম্যান রনজিত, বাদ্যযন্ত্রে ছিলেন সাতক্ষীরার সুনামধন্য শ্রী যাদব সরকার, ফ্রন্ট মাস্টার ছিলেন সুস্পষ্টভাষী অধীর মাস্টার। ৪ দিন ব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন তাজিয়া সরকার পাড়া ধোপাপুকুর শ্রীশ্রী সামা কালী পূজা উদযাপন কমিটি। উক্ত অনুষ্ঠান শত শত ভক্ত উপভোগ করেন।