আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে স্বাস্থ্যবিধি বিষয়ক র্যালি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়নের গুনাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাদিকা এনজিওর আওতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার অধ্যক্ষের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুল্যা ইউপি চেয়ারম্যান পজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মো মনিজ্জামান, আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্বাস্থ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে সকল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে মাদ্রাসার আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ও সকল শিক্ষার্থীকে স্বাস্থ্য সামগ্রী প্রদান ও র্যালি এবং অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদেরকে সাবান ও স্যানেটারী নেপকিন প্রদান করা হয়।