আতাউর রহমান/শেখ মনিরুজ্জামান, পাটকেলঘাটা : উপজেলা ভূমি অফিস পাটকেলঘাটা থেকে স্থানান্তরের প্রতিবাদে গণ মিছিল হয়েছে ৬ নভেম্বর বুধবার বিকাল ৪টায় পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তার মোড়ে। এই গণ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিস রক্ষা কমিটির সভাপতি ৪নং কুমিরা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ও প্রাক্তন চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা।
আরও উপস্থিত ছিলেন ১নং ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাহাঙ্গীর আলম, ৪নং কুমিরা ইউনিয়নের সাবেক বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ রবিউল ইসলাম, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মোমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাব্বত আলী সরদার, রাশেদুল হক রাজু, আব্দুর রফিক সরদার, শেখ আবুল কাশেম, উপজেলা বিএনপির শ্রমিক দলের উপজেলা সভাপতি মিলন শেখ, উপজেলা ছাত্র দলের সভাপতি শেখ রিজভী আহম্মেদ।
পাটকেলঘাটা বাসীর দাবী ১৯৫৮ সাল থেকে উপজেলা ভূমি অফিস পাটকেলঘাটা সদরে অবস্থিত। স্বাধীনতার আগে স্থাপিত এসিল্যান্ড অফিসটি ১২টি ইউনিয়নের জনসাধারণের ভূমির কাজ করার জন্য ইসলামকাটি রেজিষ্ট্রি অফিস ও পাটকেলঘাটার ভূমি অফিস উক্ত ২টি অফিস একেবারেই পাশাপাশি হওয়ায় আমাদের ভূমির কার্যক্রম করার জন্য কোন অসুবিধা হয় না। কেন এবং কারা পাটকেলঘাটার ভূমি অফিসটি তালায় নিয়ে যাওয়ার জন্য অপচেষ্টা করিতেছে আমরা এর প্রতিবাদ ও অফিসটি যেন পাটকেলঘাটায় বহাল থাকে এজন্য বিভিন্ন মহল থেকে জোর প্রতিবাদ ও প্রতিরোধ করার জন্য সকলে একমত পোষণ করেছে।
আরো প্রকাশ থাকা আবশ্যক, পাটকেলঘাটা বাজার এলাকাটি সাতক্ষীরা-খুলনা মহাসড়ক সংলগ্ন এবং পাশেই কপোতাক্ষ নদ, এছাড়া সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়, তালা উপজেলার প্রধান খাদ্যগুদাম, তালা উপজেলার জন্য প্রশাসনিক সার্কেল অফিস সবই পাটকেলঘাটায় অবস্থিত। এছাড়া জমি রেজিষ্ট্রি, ভূমি অফিসের কার্যক্রম তৎপর সাতক্ষীরা ডিসি (রাজস্ব অফিসে) জমির কার্যক্রম পরিচালনার জন্য জনসাধারণের খুবই সুবিধা হচ্ছে। তবে ভূমি অফিসটি তালায় গেলে জনসাধারণের ব্যাপক সময় ও আর্থিক ক্ষতি হবে ইহাতে কোন সন্দেহ নেই।
এজন্য ১২টি ইউনিয়নের মধ্যস্থল পাটকেলঘাটা বাজার এবং যাতায়াতের সুবিধা এবং অতিসন্নিকটে সাতক্ষীরা শহর সবমিলিয়ে জনসাধারণের ভোগান্তি তালার চেয়ে পাটকেলঘাটায় কম বলে সবার আশা। এইজন্য জনসাধারণের জোর দাবী কোন অবস্থায় যেন দীর্ঘকালের ভূমি অফিসটি পাটকেলঘাটা থেকে তালা শহরে না যায় তার জন্য জোর দাবী। ইতিমধ্যে নারী-পুরুষ রাস্তায় নেমে প্রতিরোধ করেছে। প্রয়োজনে রাস্তায় নেমে অবরোধ এবং ভূমি অফিসটি রক্ষার স্বার্থে যতপ্রকার আন্দোলন সংগ্রাম প্রয়োজন সবকিছু করার দাবী জানিয়েছে সর্বমহলের জনসাধারণ।
এছাড়া ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশ আজ ৫৩ বছর হলো অত্র ভূমি অফিসটি পাটকেলঘাটায় অবস্থান করিতেছে। এখন কেন অন্যত্র নিয়ে যাওয়ার জল্পনা-কল্পনা করিতেছে। এলাকার জনসাধারণের জীবন গেলেও অত্র ভূমি অফিসটি পাটকেলঘাটা হতে অন্যত্র নিয়ে যেতে দিবে না বলে সবাই ঐক্যবদ্ধ মর্মে সরকারকে আমরা জানাতে চাই তালার পাশেই খুলনা জেলার ডুমুরিয়া থানা, পাশেই পাইকগাছা উপজেলার বর্ডার। সবমিলিয়ে পাটকেলঘাটা এলাকাটি ১২টি ইউনিয়নের নিরীহ শান্তিপ্রিয় ভূমি মালিকদের নিকট নিরাপদ স্থান বলে সকলে একমতপোষণ করেছে।
উল্লেখ্য যে, এমতাবস্থায় অত্র ভূমি অফিসটি পাটকেলঘাটা হতে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে চাইলে এলাকার জানমালের ক্ষতি ও আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনার কথা বিবেচনা করিয়া অত্র ভূমি অফিসটি যেখানে রয়েছে, সেখানে রেখে তার ভবন নির্মাণ সহ আনুষঙ্গিক উন্নতির দেখভালের জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।