বুধবার , ৬ নভেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে পরিবেশ সঙ্কটাপন্ন এলাকায় চলছে বরফকল কোনটার নেই পরিবেশের ছাড়পত্র

প্রতিবেদক
satkhirar sakal
নভেম্বর ৬, ২০২৪ ১১:১৪ অপরাহ্ণ

বিলাল হোসেন শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলায় সুন্দরবনের পরিবেশ সঙ্কটাপন্ন এলাকায় সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধভাবে চলছে বরফকল। বরফকল মালিকরা কিছু অসাধু কর্মকর্তাদের বাৎসরিক ঘুষ দিয়ে দেদারসে চলাচ্ছে বরফকল। কাগজ-কলমে বৈধতা না থাকলেও পরিবেশ সঙ্কটাপন্ন এলাকায় ৫টি বরফকল চলছে তার নেই কোন পরিবেশের ছাড়পত্র। পরিবেশ অধিদপ্তর ও পল্লী বিদ্যুতের অসাধু কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের মাধ্যমে মৌখিক চালানোর অনুমতি দিয়েছে।

সুন্দরবনের আশেপাশে বরফকল তৈরি হওয়ায়। সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। নদীর থেকে বিষ দিয়ে মাছ ধরে দ্রুত সময়ের মধ্যে বরফ দিতে পারছে জেলেরা। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৫ ধারার (১) ও (৪) উপধারার ধারার ক্ষমতাবলে সংরক্ষিত এ এলাকাকে পরিবেশগত সঙ্কটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।

এক রিট আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে ইউনেসকো ঘোষিত বিশ্বঐতিহ্য সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে নতুন শিল্প-কারখানা অনুমোদন ও পুরাতন শিল্প-কারখানা গুলোর অনুমোদন বাতিলের সিদ্ধান্ত দেয় হাই কোর্ট। একইসঙ্গে ওই ১০ কিলোমিটারের মধ্যে কতগুলো শিল্প-কারখানা রয়েছে, তার তালিকা ছয় মাসের মধ্যে জমা দিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় আদালত।

নির্দেশনার কয়েক বছর পেরিয়ে গেলেও কোন প্রকার ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় সুন্দরবন সংলগ্ন ইসিএ এলাকায় সর্বমোট ১৯০টি অবৈধ শিল্প প্রতিষ্ঠান আছে। এর মধ্যে শ্যামনগরেই আছে ২০টি। সরকারি নিষেধাজ্ঞা ও লাল শ্রেণির ২৪টি ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানের মধ্যে বরফকল থাকলেও শ্যামনগর উপজেলায় ইসি এলাকায় ৫টি বরফকল চলছে বহাল তবিয়তে।

এগুলো হলো, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ন’বেকী বাজারে নদীর তীরে অবস্থিত মেসার্স আল্লাহ মালিক আইচ প্লান্ট, গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি এলাকার মাঈনুল ইসলাম বরফকল, আল্লাহ মালিক আইচ প্লান্ট উত্তর কদমতলা, ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুর আল আমিন আইচ প্লান্ট ও মোঃ শাহিনুর হক বরফকল।

এসমস্ত বরফকল গুলো ৫ থেকে ৯ কিলোমিটারের মধ্যে অবস্থিত। শ্যামনগরে অবৈধ শিল্প কারখানার মধ্যে রয়েছে, ইটভাটা, রেস্তোরাঁ, রাইস মিল, বরফকল, ওয়েল্ডিং কারখানা, করাতকল, মৎস্য খামার, কাঁকড়া চাষ ও হ্যাঁচারি। এই তালিকায় শুধু শ্যামনগরেই আছে শতাধিক কারখানা। যেগুলো পরিবেশের ছাড়পত্র ছাড়াই চলছে।

পরিবেশ নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল বলেন, সুন্দরবনের আশেপাশে বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে ওঠার কারণে অস্তিত্ব মুখে পড়েছে সুন্দরবন এবং জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ কলকারখানার উপর ব্যবস্থা না নিলে। সুন্দরবনের পরিবেশ ঠিক কঠিন হয়ে পড়বে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চলা মেসার্স আল্লাহ মালিক আইচ প্লান্টের স্বত্বাধিকারী মোঃ শাহিনুর হক বলেন, আমার ৩টি বরফ কল আছে, তার মধ্যে ন’বেকি বরফকলের পরিবেশের ছাড়পত্র আছে বাকি দুইটার নেই। আমি এমন বেশি খোঁজা রাখিনা, হাফিজুর এবিষয়টা দেখাশোনা করে।

হাফিজুর রহমান বলেন, আমরা শেয়ারে তিনটা বরফ কল দেখাশোনা করি। এগুলোর মধ্যে একটা বাদে বাকি দুইটার পরিবেশের ছাড়পত্র নেই। বরফকল গুলো যে সময় করা হয়েছিল তখন পরিবেশের ছাড়পত্র নেওয়ার কোন নিয়ম ছিল না।

এছাড়া ছাড়পত্রের জন্য আবেদন করে রেখেছি। আল আমিন আইচ প্লান্টের স্বত্বাধিকারী মোঃ সাব্বির হোসেনের আইন অমান্য করে কিভাবে বরফকল চালাচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলোতো ফোনে হয়না, আপনি শ্যামনগরে আসেন চায়ের দাওয়াত থাকলো।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, পরিবেশ সঙ্কটাপন্ন এলাকায় আমরা নতুন করে কোন ছাড়পত্র দিচ্ছি না। যেগুলো আগে থেকেই আছে সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সুন্দরবন উপকূলের জেলেদের কথা মাথায় রেখে আমরা পুরাতন সংযোগ বিচ্ছিন্ন করছি না।

সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান বলেন, পরিবেশ সঙ্কটাপন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না এমন কোন আইন নেই। হাইকোর্টের রুলের প্রতি সম্মান দেখিয়ে নতুন সংযোগ দেওয়া হচ্ছে না।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বিআরটিএ সাতক্ষীরার উদ্যোগে পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা

কালিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলায় আহত-১

সাতক্ষীরায় ৮ দলীয় নক আউট টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে সেলাই মেশিন ও স্যানিটারী ন্যাপকিন বিতরণ

সাতক্ষীরা-৪ আসনের আস্থাভাজন জনপ্রিয় সৎ ব্যক্তি এস এম আতাউল হক দোলন

গাছে গাছে ফুটেছে সোনালী আমের মুকুল ও সজিনা ফুল

দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুল্যায় ফ্রি মেডিকেল ক্যাম্প

চ্যানেল ২৪ এর নারী সাংবাদিক ময়নাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ

পৌরসভার বাঁকাল ইসলামপুর-১ আমিনিয়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন