দেবহাটা ব্যুরো : দেবহাটা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রবিউল ইসলামের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মাসের ৩০ তারিখ রোড এক্সিডেন্টে মৃত্যু বরণ করেন, ওনার রুহের মাগফেরাত কামনায় দেবহাটা কলেজের আয়োজনে দোয়া অনুষ্ঠান হয়।
৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় কলেজের হল রুমে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক হাফিজুর রহমান, নিহত অধ্যাপকের বড় ছেলে ফাহিম হোসেন, ভাই মোহাম্মদ দেলওয়ার হোসেন, গোলাম, মেহেদী হাসান, কলেজের সহকারী অধ্যাপক আবু তালেব, আলমগীর সহ অত্র কলেজের অধ্যাপক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় অধ্যাপক হাফিজুর রহমান বলেন রবিউল ইসলাম অত্যন্ত বিনয়ী, দীনি, সামাজিক ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। দেবহাটা কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই তিনি উক্ত কলেজে শিক্ষাগত করে আসছেন। অনুষ্ঠানে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।