কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জে ৩ দিন ব্যাপি যুবদের জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে বিল্ডিং এজেন্সি অফ ইয়ুথ ইন ক্লাইমেট একশান প্রকল্পের আওতায় ৯ টি যুব সংগঠন থেকে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুব’র হাতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট প্রদান করেন।
ব্রিটিশ কাউন্সিল ও একশান এইড বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে সমাপনী দিনে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ও প্রকল্পের ইয়ুথ মোবিলাইজার কানিজ শাইমা আঁখি’র সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার আরিফুল ইসলাম, ইন্সেনপাইরেটর অফ ডিজিটাল লিডারশীপ এন্ড ক্যাম্পেইনিং একশান এইড বাংলাদেশ’র শারার মাহবুব ধ্রুব, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, যুবরাই শক্তি যুবরাই আলো।
যুবদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারলে দেশ এগিয়ে যাবে। যে কোন দেশের উন্নয়নের পেছনে অবশ্যই যুবদের অবদান রয়েছে। সাতক্ষীরার দুর্যোগ প্রবণ এলাকা কালিগঞ্জ ও শ্যামনগরে এই প্রশিক্ষণের মাধ্যমে যে ১০ জন লিডার তৈরি হয়েছে তারা অবশ্যই জলবায়ু নিয়ে কাজ করবে। দাতা সংস্থা ও আয়োজক সংগঠনকে উপজেলা যুব অধিদপ্তরের পক্ষথেকে ধন্যবাদ জানাচ্ছি বলে জানান তিনি।