শামীম রেজা : সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাজার বনিক সমিতির ত্রি বার্ষিক নির্বাচনের এক জরুরি সভা ৭ নভেম্বর সন্ধ্যায় বি ডি এফ প্রেসক্লাবে বাজার কমিটির আহবায়ক ও জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ ও সদস্য খোরশেদ আলম, প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন আফিল,সহকারী নির্বাচন কমিশনার শামীম সানা, সদস্য আবু হাসান, সুবীর সাহা, মাওলানা আব্দুস সবুর, আনারুল ইসলাম ও বি ডি এফ প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন বাবুু, আহবায়ক কমিটির প্রধান আইনুল ইসলাম নান্টা নির্বাচনকে অবাধ সুস্থ ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।