বিশেষ প্রতিনিধি : ৯ নভেম্বর বেলা ১১টায় উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদ আয়োজিত সাধারণ সভা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোতলায় বেলা এগারোটায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সভা পরিচালনা করেন উদীচী সাতক্ষীরার যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুর রহমান বাবলা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উদীচী, কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির আহবায়ক সুখেন রায়, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, বন ও পরিবেশ উন্নয়ন কমিটির জেলা সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভুমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জাসদের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, বাসদ নেতা আব্দুল জব্বার মাস্টার।
এছাড়া বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ সভাপতি কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কমরেড আবুল হোসেন, সদস্য শেখ মোসফিকুর রহমান মিলটন, নাট্য সম্পাদক মনিরুল ইসলাম, কালিগঞ্জ শাখা সংসদের সহ সভাপতি শম্পা গোস্বামী, সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চক্রবর্তী, সভাপতি সেলিম শাহরিয়ার। সাধারণ সভার শুরুতে ৭১ এর মহান মুক্তি যুদ্ধে এবং ২০২৪ সালের জুলাই- আগস্ট মাসে গণ আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর উদীচী সাতক্ষীরার সহ সভাপতি কন্ঠশিল্পী চৈতালি মুখার্জির নের্তৃত্বে সূচনা পর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি সুখেন রায় বলেন আমরা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করি না, আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। জাতীয় পতাকা, জাতীয় সংগীত পাল্টানোর চেষ্টার প্রতিবাদ উদীচীই প্রথম করেছে।