অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা শাখার হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সকাল ৯টায় সময়ে চাঁদপুর রুহুল আমিন রোজিনা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা চত্বরে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অত্র মাদরাসার সভাপতি আলহাজ¦ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, বিশেষ অতিথি ছিলেন, জামায়াত ইসলামী দেবহাটা উপজেলার আমীর মাওঃ ওলিউল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ। প্রতিযোগিতা অনুষ্ঠানে ২৮০জন ছাত্র অংশ গ্রহন করেন। তার মধ্যে ৩০পারা কোরআন প্রতিযোগিতায়, আলিমুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র নাফিজ ইসতিয়াক ১ম স্থান, হাদিপুর হোসনেয়ারা হাফিজিয়া মাদরাসার ছাত্র ২য় স্থান ও সেকেন্দ্রা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র হাবিবুল্লা ৩য় স্থান অধিকার করেন।
২০পাতা কুরআন প্রতিযোগিতায় সেকেন্দ্রা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র সালমান ফারসি ১ম স্থান ওবাইবিন কাফ হাফিজিয়া মাদ্রাসা মাঝ পারুলিয়া ছাত্র আতিকুর রহমান ২য় স্থান ও চাঁদপুর রুহুল আমিন রোজিনা মাদরাসা ও এতিম খানার ছাত্র সাকিবুল ইসলাম ৩য় স্থান অধিকার করে। ১০পারা কুরআন প্রতিযোগিতায় হাদিপুর হোসনেয়ারা হাফিজিয়া মাদরাসার ছাত্র তাওফিকুর রহমান ১ম স্থান, টাউনশ্রীপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র আবু রায়হান ২য় স্থান, সেকেন্দ্রা দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার ছাত্র ৩য় স্থান অধিকার করেন। অত্র মাদরাসার সম্মানিত মুহতামিম ও হিফজ খানার শিক্ষকগণ বিচারক মন্ডলীরা প্রতিযোগিতায় অংশগ্রহন কারীদের বিজয়ী রায় চূড়ান্ত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, হাফেজ মাওলানা আশরাফুজ্জামান।